রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২১ জুলাই ২০২০
অর্থ আত্মসাতের একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমান সাহেদ উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন।
আদালতের পেশকার মেহেদী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার এক ব্যবসায়ী ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ নিয়ে সাহেদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
এর আগে ১৩ জুলাই অর্থ আত্মসাতের দুই মামলায় ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। পরের দিন উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। শুনানি শেষ বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে তার বিরুদ্ধে। পরে রোগীদের অন্যত্র সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।
জেএ/এমএআর/জেআইএম