সাহাবউদ্দিনের এমডিকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

প্রতারণার মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে ঢাকা মহানগর হাকিম আদালত পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে রোববার দিনভর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে নানা অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিকে গ্রেফতার করা হয়।
সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে এমডি ফয়সালকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে গুলশান থানায় একটি মামলাও করে র্যাব।
জেএ/বিএ/জেআইএম