খ্রিস্টান কো-অপারেটিভের নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

দ্যা মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।  এক ভোটারের দায়ের করা রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে  মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে গত ৩ অক্টোবর জারি করা নির্বাচন তফসিল বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে  না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  চার সপ্তাহের মধ্যে সমবায় মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগ সমবায় সমিতির রেজিষ্ট্রার, যুগ্ম রেজিস্টার ও  খ্রিস্টান সমিতির চেয়ারম্যান, নিবার্চন কমিটির চেয়ারম্যানসহ ৯ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এবং সমবায় সমিতির পক্ষে ছিলেন আ্যটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিটকারির আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ  জাগো নিউজকে বলেন, সমবায় সমিতির আইন লঙ্গন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তাই এক ভোটারের রিটের প্রেক্ষিতে আদালত নির্বাচন তিনমাসের জন্য স্থগিত করেন।

উল্লেখ্য, ভিনসেন্ট গোমেজ নামক ওই ভোটার গত রোববার হাইকোর্টে এ রিট দায়ের করেন। নির্বাচনে মোট ১২টি পদে  প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন।

রিট আবেদনে বলা হয়, ২০০৪ সালের সমবায় সমিতির বিধির ২১ ধারা অনুযায়ী ভোটারের সংখ্যা তিন হাজারের বেশি হলে নির্বাচন হতে হবে প্রতিনিধির মাধ্যমে। তিন হাজারের কম হলে সরাসরি ভোট দিবে। কিন্তু এ নির্বাচনে প্রায় ২২ হাজার ভোটার রয়েছে। প্রতিনিধির মাধ্যমে নির্বাচন না নিয়ে সরাসরি নির্বাচন নেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ। তবে হাউজিং কো- অপারেটিভ সোসাইটির নির্বাচন আগামী ১৩ নভেম্বর  নিবার্চন হওয়ার কথা ছিল।

এফএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।