শিশু নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা নিতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৫ জুলাই ২০২০
প্রতীকী ছবি

করোনাকালে শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিবকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার সংস্থা পপুলেশন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে বুধবার (১৫ জুলাই) সকালে সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ পাঠানোর বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে আইনগত প্রতিকারের জন্যে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, আমাদের দেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ হয়েছে এবং দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তেমনি আমরা লক্ষ্য করছি বিশেষ বিশেষ ক্ষেত্রে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনেক অপরাধী করোনা দুর্যোগের সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যার ফলে এই বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থা নেয়া অপিরিহার্য হয়ে দেখা দিয়েছে। আমাদের দেশে শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় এবং স্বাভাবিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। কিন্তু বর্তমান করোনাকালে আমরা বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার রিপোর্টিংয়ের আলোকে লক্ষ্য করছি, বর্তমানে শিশু নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্রকে একটি বিশেষ অবস্থা মোকাবেলা করতে হচ্ছে এবং এই সুযোগে শিশু নির্যাতনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।’

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।