আইন সমিতির সদস্যদের ইউনিভার্সেল মেডিকেলে স্বল্পমূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ এএম, ২৮ জুন ২০২০

করোনায় আইন সমিতির সদস্যদের স্বল্পমূল্যে ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এ লক্ষ্যে হাসপাতালের সঙ্গে বাংলাদেশ আইন সমিতির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ আইন সমিতির পক্ষে সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. আশিষ কুমার চক্রবর্তী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

law-1

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে অ্যাডভোকেট এস এম মুনীর, অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সিনিয়র জেলা জজ ড. মো. শাহজাহান সাজু, অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি, অ্যাডভোকেট মো. আবদুন নুর দুলাল, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান আনসারী, অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু, এ কে এম আফজাল উল মুনীর, অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডিএজি শেখ সাইফুজ্জামান (জামান), অ্যাডভোকেট আবু হানিফ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, পুলিশ সুপার মাহফুজ মামুন, এইচ এম শফিকুল ইসলাম আশিক, অ্যাডভোকেট মো. জুয়েল আহমেদ, মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, বংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আরিফ জামান ও অ্যাডভোকেট আবদুর রহিম ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার রিমি নাহরিন ও অ্যাডভোকেট শিহাব সিরাজী। সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে করোনা সংকটকালীন সময়ে এরূপ সুবিধা দেয়ায় বাংলাদেশ আইন সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চোধুরী ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জেএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।