লিবিয়ায় হত্যাকাণ্ড : মানবপাচারকারী আল আমিন ও কামাল কারাগারে
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় গ্রেফতার মানবপাচারকারী আল আমিন ও কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন খিলগাঁও থানায় মানবপাচারের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার (১২ জুন) আল আমিনকে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরের দিন শনিবার (১৩ জুন) কামালকে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে সেই পাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।
জেএ/এফআর/পিআর