লোকমান ভূঁইয়ার জামিন বাতিলে হাইকোর্টে যাচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১১ জুন ২০২০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি বলেন, গত ১৮ মার্চ এ মামলায় মহানগর বিশেষ জজ আদালত তাকে জামিন দেন। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে রোববার আবেদন করবো। গণমাধ্যমের খবর অনুয়ায়ী ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পেয়েছেন লোকমান ভূঁইয়া।

খুরশীদ আলম খান জানান, গত ২৭ অক্টোবর লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক সাইফুল ইসলাম। লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এরপর ৩ নভেম্বর এ মামলায় লোকমান ভূঁইয়াকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। তবে এখনো মামলাটি তদন্তাধীন।

গত ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র‌্যাব রাজধানীর ক্যাসিনোতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ক্যসিনো খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

পরে ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদক ও পরে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়।

এফএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।