সিএমএইচে প্রধান বিচারপতি, কেবিনে থেকে সই করেছেন শ’ ফাইল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৩ জুন ২০২০

পুরোনো অ্যাজমার সমস্যার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে তিনি সুস্থ আছেন এবং হাসপাতালের কেবিনে থেকেই অন্তত শ’খানেক ফাইলে সই করেছেন।

বুধবার (৩ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, পুরোনো অ্যাজমার সমস্যার কারণে প্রধান বিচারপতি সিএমইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।

বার্তায় আরও বলা হয়, গত দুদিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত শ’খানেক ফাইলে সই করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

এফএইচ/জেপি/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।