বিচারপতি টিএইচ খানের ৯৪তম জন্মদিন কাল


প্রকাশিত: ০১:২১ পিএম, ২০ অক্টোবর ২০১৫

সুপ্রিম কোর্টের প্রবীণতম আইনবিদ ও বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি টিএইচ খানের আগামীকাল বুধবার ৯৪তম জন্মদিন। ১৯২১ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগদেন এবং বর্তমানে তিনি দেশের প্রবীণতম কর্মরত আইনজীবী। বিচারপতি টিএইচ খানের ছেলে আফজাল এইচ খান জানিয়েছেন ৯৪তম জন্ম দিন তিনি পরিবারের সঙ্গে কাটাবেন।

টিএইচ খান ১৯৬৮ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৭৩ সালের জুলাই মাস থেকে পনুরায় আইন ব্যবসায় ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি প্রথম বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচিত হন।

১৯৭৯ সালে তিনি (পার্লামেন্ট) নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নেন।  এরপর ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের নেতৃত্বে নতুন সামরিক আইন জারি করা হয়। তখন তিনি আবার আইন পেশায় ফিরে যান। ১৯৮৬ সালে এরশাদের নির্বাচনে বিরোধীতা করার জন্য গ্রেফতার হন। ১৯৯২ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। এ পদে তিনি ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯২ সনে তিনি সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশনের মেম্বার এবং একই বছর জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দান করেন। ১৯৯৪ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন।

১৯৯৫ সালে বিচারপতি টিএইচ খান সাউথ এশিয়া জোন থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন। ১৯৯৯ সালের ১৯ জুন মাস পর্যন্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল পদে বিচারকার্য পরিচালনা করে দেশে ফিরে আসেন। আবার আইন পেশা শুরু করেন।

১৯৪০ সালে বিচারপতি টিএইচ খান এসএসসি পাস করেন এবং  ১৯৪২ সালে তৎকালীন কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ ভর্তি হন। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন। ১৯৫১ সালের ১৪ মার্চ তিনি হাইকোর্টের আইনজীবী হন। বর্তমানে বিচারপতি টিএইচ খান বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি।

আইন পেশা ছাড়াও বিচারপতি টিএইচ খান প্রথম জীবনে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ, ঢাকার জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন ও আইন বিষয়ে অধ্যাপনা করেন। বিচারপতি টিএইচ খানের জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বিভিন্ন সংস্থা কর্মসূচি গ্রহণ করেছে।  

এফএইচ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।