সাকার পক্ষে সাক্ষী নিলে অরাজকতা হতে পারে


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৯ অক্টোবর ২০১৫

রিভিউ আবেদন করার পর এই পর্যায়ে এসে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হলে অরাজকতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সালাহ উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি পাঁচ নাগরিকসহ আট জনের সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে সোমবার অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ।

তিনি বলেন, ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার পর এই পর্যায়ে এসে সাক্ষী আনা এবং সাক্ষী মানা কোনোটিরই নজির নেই।

সরকারের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি বিচারিক আদালত (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে) এবং সুপ্রিমকোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ড দিয়ে একই রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাকার পক্ষ থেকে এর আগেও একই বিষয় নিয়ে সাফাই সাক্ষী এবং ডকুমেন্ট জমা দেয়া হয়েছে। তা নিয়ে পর্যালোচনা করে দুটি আদালতে বিষয়টিতে একই সিদ্ধান্ত দেয়ার পরেও এমন দাবি করাটা অযৌক্তিক বলে মনে করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমার জানা মতে রিভিউ পিটিশনে দেখলেই মনে হয় যে আদালত একটি ভুল করেছেন। সাকার পক্ষ থেকে দুটি আদালতই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, একই যুক্তি আবারো তুলে ধরেছেন।

মাহবুবে আলম বলেন, এই সমস্ত আবেদন গ্রহণ করলে অরাজকতা হতে পারে। এই আবেদনগুলো ১৫ দিনের মধ্যেই করা উচিত ছিল। এর আগেও ট্রাইব্যুনালের আইন চ্যালেঞ্জ করে কয়েকটি রিট করা হয়েছিল। হাইকোর্টে সবক`টি রিটই খারিজ করে দিয়েছেন।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।