সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবী করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১২ মে ২০২০

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তিতাস হিল্লোল রেমা করোনায় আক্রান্ত।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বিজ্ঞাপন

তিনি এখন রাজধানীর স্কোয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। প্রায় ১১ দিন আগে থেকে জ্বর ও সর্দি ছিলো তার। এরপর গত ১১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ মে) করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।

দুই কন্যা সন্তানের জনক অ্যাডভোকেট রেমা খৃষ্টান ধর্মীয় ও গারো আদিবাসী আইনজীবী। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়ারামপুরের সন্তান অ্যাডভোকেট রেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি ২০০৯ সাল থেকে ৭ মে ২০১৯ পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে সুপ্রিম কোর্টের আরও দুই আইনজীবীর করোনায় আক্রান্ত হন।

এফএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।