উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করতেন খালেদ সাইফুল্লাহ
আনসার আল ইসলামের হয়ে খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদ (৩৯) তার সমমনা উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করে দেশব্যাপী উগ্রপন্থি জিহাদি কথা সংবলিত বয়ান প্রচার রিক্রুটমেন্ট চালাতেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তিনি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন প্রাথমিক তদন্তে পেয়েছে পুলিশ।
শুক্রবার (১ মে) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তিনি অপরাধের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আজ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন। এরপর বিচারক তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মতিঝিলের আরামবাগের টিএন্ডটি কলেজের সামনে থেকে আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদকে (৩৯) গ্রেফতার করে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। তখন তার হেফাজত হতে একটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
জেএ/জেডএ/জেআইএম