‘বাসায় বসে আছি, করোনায় ভালো থাকুক সবাই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৫ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিট-১৯) থেকে সাবধানতা অবলম্বন করতে বাসায় বসেই দিন কাটাচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবীদের অভিভাবক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

প্রায় ৫০ হাজার আইনজীবীর ৮০ বছর বয়স্ক এই প্রবীণ নেতা শুধু বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানই নন। দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবেও।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি মামলা-মোকদ্দমা পরিচালনাসহ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন সবসময়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না তিনি।

রোববার (৫এপ্রিল ) এই তারকা আইনজীবীর সঙ্গে কথা হয় জাগো নিউজের এ প্রতিবেদকের। তিনি বলেন, ঘরে বসে আছি। সবার মতো আমিও চিন্তা ও আতঙ্কের মধ্যে আছি।

তিনি আরও বলেন, আমি হোম কোয়ারেন্টাইনে সতর্ক ও সাবধানে আছি, দেশের সব মানুষ সাবধানে থাকুক, ভালো থাকুক। তিনি ঘরে বসে সময় কাটানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন মামলার নথি ঘাঁটছেন বই পড়ে সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন বলে জানান।

এর বাইরে তিনি তার নিকটাত্মীয়-স্বজন, সুধী-শুভাকাঙ্ক্ষীদের খোঁজ নিচ্ছেন। সিনিয়র এই আইনজীবীর খোঁজ রাখছেন অনেকেই এমনটি জানিয়েছেন তিনি।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, অনেকটা একঘেয়েমি লাগছে বাসায় বসে থাকতে। তারপরও করোনা থেকে সুরক্ষা পেতে সচেতন থাকতে বাসায় বসে থাকছি। স্টে হোম কর্মসূচি পালন করছি।

বাংলাদেশ বার কাউন্সিল ছাড়াও পল্টনে তার নিজস্ব চেম্বারেও যাচ্ছেন না তিনি।

২০১৮ সালের ৭ জুলাই আইনজীবীদের নিয়ন্ত্রক ও সনদ প্রদানকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

এফএইচ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।