লিটনকে হাজির করার নির্দেশ : জামিন শুনানি দুপুরে


প্রকাশিত: ০৬:১২ এএম, ১২ অক্টোবর ২০১৫

শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়া ঘটনায় মামলার একমাত্র আসামি সরকার দলীয় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হাইকোর্টে হাজির হতে বলেছেন আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম আগাম জামিন আবেদন করলে আদালত এমপি লিটনের অবস্থান জানাতে চান। পরে দুপুর ১টার দিকে তাকে (লিটন) নিয়ে আসার জন্য তার আইনজীবীকে অনুমতি দেন সংশ্লিষ্ট আদালত।

হাইকোর্টের বিচারপিত এম ইনায়েতুর রহীম ও বিচারতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালিন বেঞ্চে এই জামিন আবেদনের শুনানি হবে।

এর আগে গতকাল রোববার এমপি লিটনের আগাম জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার দু’পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এফএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।