করোনা : সব আদালত ও নির্বাচন বন্ধ চেয়ে রিটের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৮ মার্চ ২০২০

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব আদালত, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তিনি জানান, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব আদালত, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন বন্ধ চেয়ে হাইকোর্টে রিটের প্রস্তুতি চলছে।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং পাঁচ আসনে উপনির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত আগামী দু-একদিন পর নেয়া হবে। করোনা পরিস্থিতিতে এগুলোর বাইরে আর কোনো নির্বাচন করা হবে না।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

এফএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।