ত্রয়োদশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১১ মার্চ ২০২০

ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে নির্ধারণ করে দেয়া হয়েছে মৌখিক পরীক্ষার সময়সূচি।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের জন্য নেয়া লিখিত পরীক্ষায় ৪২০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে এখানে ক্লিক করুন

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।