রিমান্ড নামঞ্জুর, কিশোর উন্নয়ন কেন্দ্রে সিটি কলেজের ৩ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতের ঘটনায় ঢাকা সিটি কলেজের গ্রেফতার তিন শিক্ষার্থীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাদের টঙ্গীতে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেয়া হয়।

গ্রেফতার তিন শিক্ষার্থীকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। আসামিদের বয়স কম হওয়ায় তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রের গেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিজ্ঞ আদালত।

গ্রেফতার তিন শিক্ষার্থীকে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

এর আগে গতকাল ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী নেহালের বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, আশিকুর রহমান (১৭), সাব্বির আহমেদ (১৭), ইয়াসিন সরকার (১৭)।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি মডেল থানায় সিটি কলেজের চার শিক্ষার্থী কে আসামি করে একটি মামলা করেন (মামলা নং ১৮)।

ধানমন্ডি মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এই ঘটনায় গ্রেফতারদের বাইরে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে। আমাদের টিম এখনও কাজ করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের পেলেই গ্রেফতার করা হবে।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।