টিকাটুলিতে সংঘর্ষে বিএনপির দুই কর্মী রিমান্ডে
রাজধানীর টিকাটুলিতে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির দুই কর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন-আনিসুর রহমান ও জাফর ইকবাল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ওয়ারি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব বিএনপির ৮ কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন-জামিল আহম্মেদ তুহিন, বিল্লাল হোসেন, সোহেল, ফারুক, আকরাম হোসেন মুন্না, গোলাম মোহাম্মদ বুলবুল, রাব্বি ইসলাম ও আনোয়ার হোসেন।
২৬ জানুয়ারি দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক সংবাদকর্মীসহ ডজনখানেক লোক আহত হন। ওইদিন রাতে বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করে ওয়ারী থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ।
জেএ/এসআর/এমকেএইচ