প্রধান শিক্ষক পদে ২৬ জনকে গেজেটভুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৯ জানুয়ারি ২০২০

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

রায়ের পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সরকার ২০১৩ খ্রিষ্টাব্দে সারাদেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণেরর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের আলোকে সারাদেশে ২৬ হাজারের বেশি প্রাইমারি স্কুল সরকারীকরণ করা হয়। সরকারীকরণের আগেই নোয়াখালী ও ভোলা জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে রিটকারী ২৬ জন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু গেজেটে রিটকারীদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করা হয়। যদিও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় রিটকারীদের অনেক সহকর্মীকে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করে। ওই গেজেটকে চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিটকারীরা হলেন- মো. তাসলিম আলম, তাপস চন্দ্র দাশ, লিটন চন্দ্র দাশ, প্রবীর চন্দ্র দাশ, মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ জাফর উল্ল্যাহ্, মোহাম্মদ আহসান উল্ল্যাহ, মো. কামরুজ্জামান আজিম, আক্তার হোসেনসহ ২৬ জন।

এফএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।