মুজাহিদ রায় শুনবেন ঢাকায় : সাকা কাশিমপুরে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুজাহিদ রায় শুনবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আর সাকা চৌধুরীকে শুনানো হবে কাশিমপুর কারাগারে।
আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বুধবার অথবা বৃহস্পতিবার এই রায় ট্রাইব্যুনালে পাঠানো হবে। পরে স্ব স্ব কারাগারে রায় পাঠানো হবে। এরপর কারাগারের সিনিয়র জেল সুপাররা তাদের এই রায় পড়ে শুনাবেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট ১) সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জাগো নিউজকে জানান, ট্রাইবুনাল থেকে মৃত্যু পরোয়ানার কপি আসার পর সাকা চৌধুরীকে তা পড়ে শোনানো হবে।
ঊর্ধ্বতনের নির্দেশ পেলে ২-১ দিনের মধ্যে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হতে পারে বলেও জানান তিনি। তবে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত বুধবার রাত ৭টা পর্যন্ত ট্রাইব্যুনালেই পৌঁছায়নি পুর্নাঙ্গ রায়ের কপি।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মাবরুর মুজাহিদ জাগো নিউজকে জানান, আপিল বিভাগের রায় ঘোষণার পর থেকেই তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সেখানেই তাকে রায় শোনানো হবে বলে শুনেছি আমরা।
রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দিন গণনা শুরু হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এর আগে, এবছরের ১৬ জুন আলী আহসান মুজাহিদ এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদেস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় ঘোষণা করেন। অবশেষে বুধবার প্রকাশ পায় সেই রায়ের পূর্ণাঙ্গ কপি।
এআর/এফএইচ/এসকেডি/পিআর