বাকৃবির ভর্তি পরীক্ষায় সকলের অংশগ্রহণের সুযোগ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শিক্ষার্থীদের পক্ষে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট এই রিট আবেদন করেন।

রিটকারী আইনজীবী বলেন, আগামী ২৪ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যার ১০ গুণের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শর্ত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

সালেহ আকরাম সম্রাট বলেন, বাকৃবির শর্তের ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করার পর আবেদন ফি দিয়েও প্রায় ৩৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।

তবে এই শিক্ষার্থীদের থেকে ১ হাজার করে টাকা ঠিকই আদায় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ তারা কোন অযোগ্যতার কারণে পরীক্ষা দিতে পারবে না তা কর্তৃপক্ষ জানায়নি।

এফএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।