মোজাফফরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৭ অক্টোবর ২০১৯

বেসিক ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী আই জি নেভিগেশন লিমিটেডের পরিচালক সৈয়দ মোজাফফর হোসেনের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, হাইকোর্টের জামিনের রুল শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) তা ডিসচার্জ (খারিজ) হয়। ফলে তার (মোজাফফর হোসেন) এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই।

সৈয়দ মোজাফফর হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না এবং আসামি মোজাফফর হোসেনের পক্ষে রেদোয়ান আহমদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১২ কোটি টাকা মূল্যমানের একটি পুরোনো জাহাজ বন্ধক রেখে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২০১০ সালে ৭৪ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৩২০ টাকা ঋণ নেন মোজাফফর হোসেন। যা ২০১৮ সাল পর্যন্ত সুদাসলে ১৪১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা হয়েছে। এ ঋণ ফের না দেয়ায় দুদক ২০১৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের ডাবল মুরিং থানায় মামলা দায়ের করে। মামলায় সৈয়দ মোজাফফর হোসেন হাইকোর্টে হাজির হয়ে ২০১৮ সালের ৪ এপ্রিল ৬ মাসের জামিন নেন।

ওই জামিন আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করলে চেম্বার জজ তার জামিন বহাল রেখে এক মাসের মধ্যে ২৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দেন। অন্যথায় তার জামিন বাতিল হবে জানানো হয়। কিন্তু আসামিপক্ষ চেম্বার জজ আদালতের শর্ত পালন না করায় আপিল বিভাগ ২০১৮ সালের ১৫ জুলাই তার জামিন বাতিল করেন।

এর মধ্যে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি শেষে আজ বৃহস্পতিবার তা আদালত খারিজ করে মোজাফফর হোসেনের জামিন বাতিল করেন এবং তাকে আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ কে এম আমিন উদ্দিন মানিক।

এফএইচ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।