নৌবিহারে সুপ্রিম কোর্টের শতাধিক নারী আইনজীবী

মুহাম্মদ ফজলুল হক
মুহাম্মদ ফজলুল হক মুহাম্মদ ফজলুল হক , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯

শীতলক্ষ্যা ও বালু নদীতে নৌবিহারে গেছেন সুপ্রিম কোর্টের শতাধিক নারী আইনজীবী। নৌবিহারকে ঘিরে সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের মঝে মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

রোববার বেলা ১২টার দিকে অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, জেসমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস রূপাসহ অন্যান্য আইনজীবীর নেতৃত্বে পূর্বাচলের তিনশ ফিট এলাকায় বালু নদীতে নৌকা নিয়ে আনন্দভ্রমণ করতে যান তারা। এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফটোসেশন করেন নারী আইনজীবীরা।

supreme-court.jpg

অ্যাডভোকেট জেসমিন সুলতানা জাগো নিউজকে বলেন, আমরা শতাধিক আইনজীবী শীতলক্ষ্যা ও বালু নদীতে নৌবিহারে যাচ্ছি। দুপুরে পূর্বাচলে লাঞ্চ করে বিকেলে ঘোরাফেরা শেষে যার যার বাড়িতে ফিরে যাব।

supreme-court.jpg

নৌকাটি বালু নদীর বিভিন্ন মোহনা ঘুরে এসে তিনশ ফিট পর্যন্ত চলাচল করবে। সুপ্রিম কোর্ট থেকে নিজ নিজ গাড়ি ও বাসযোগে রওনা দেয়ার আগে তাদের অনেককে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।

এফএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।