প্রসিকিউশনে পরিবর্তনের প্রশ্নই আসে না : সৈয়দ হায়দার আলী


প্রকাশিত: ১০:১৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

একীভূত ট্রাইব্যুনালে মামলা পরিচালনা সম্ভব। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পরিবর্তন আনার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হায়দার আলী বলেন, মামলার সংখ্যা অনুযায়ী একটি ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করা সম্ভব। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬’শতাধিক মামলা তদন্তাধীন আছে ঠিক- তবে, চলমান মামলার পরিমাণ কম থাকায় একটি ট্রাইব্যুনালেই এর কার্যক্রম পরিচালনা সম্ভব।

হায়দার আলী আরো বলেন, প্রসিকিউটররা শুধু মামলা পরিচালনাতেই সীমাবদ্ধ নন তারা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সঙ্গে বিভিন্ন জেলায় স্ব-শরীরে গিয়ে মামলার তদন্ত করে থাকেন। তাই প্রসিকিউশনে পরিবর্তন আনার কোনো প্রশ্নই আসে না।

সংগঠন হিসেবে জামায়াতের বিচার প্রশ্নে তিনি বলেন, বিদ্যমান আইনকে বেগবান করতে যদি আইনে কোনো পরিবর্তন প্রয়োজন হয় তবে অবশ্যই আনা দরকার এবং সংগঠন হিসেবে একাত্তরে জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ থাকায় এর বিচার হওয়া উচিত।

তবে এই মামলার কোনো তদন্ত প্রতিবেদন তার কাছে নেই বলেও জানান তিনি। তাছাড়া তাদের হাতে এই মামলার তদন্ত প্রতিবেদনটি আসলে বিষয়টি ভেবে দেখবেন বলে সাংবাদিকদের জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা, রেজিয়া সুলতানা চমন ও সায়্যেদুল হক সুমন প্রমুখ।

এফএইচ/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।