আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা সিনিয়র আইনজীবীদের সঙ্গে বুধবার বিকেলে মতবিনিময় করেছেন। এতে বিচারপতি নিয়োগ, মামলাজট ও দুর্নীতি-অনিয়ম কমিয়ে বিচারপ্রার্থীদের হয়রানি লাঘবের উপায়সহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে এই মতবিনিময় সভায় যোগ দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এছাড়া অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।

এফএইচ/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।