সুপ্রিম কোর্টের পার্কিংয়ের বাইরে গাড়ি, ২০ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ৩১ জুলাই ২০১৯

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। সুনির্দিষ্ট পার্কিং জোনের বাইরে যত্রতত্র পার্কিং করায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১০ গাড়ির মালিকের বিরুদ্ধেসহ মোট ২০ মামলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগ নেয়। সুপ্রিম কোর্ট প্রশাসন ট্রাফিক বিভাগকে যত্রতত্র পার্কিংয়ের বিষয়টি জানালে ট্রাফিকের শাহবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ খানের নেতৃত্বে এ অভিযান চলে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান জানান, যত্রতত্র গাড়ি পার্কিং করায় আইনজীবী ও বিচার প্রার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ কারণে প্রধান বিচারপতির নির্দেশে যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।

শাহবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ খান বলেন, সুপ্রিম কোর্টে চারটি কার পার্কিং জোন রয়েছে। নির্দিষ্ট জোন থাকার পরও অনেকেই তা মানে না। সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশে নন পার্কিং স্থানে গাড়ি রাখায় ১০ গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। ভিডিও দেখে মামলা হয়েছে ১০টি। তবে জরিমানা ও গাড়ি রেকারিং করা হয়নি।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।