জামিনে জালিয়াতি : খুলনার তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৫ জুলাই ২০১৯

তিন হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় জালিয়াতির মাধ্যমে জামিন নেয়ায় খুলনার রানা বেপারীসহ তিন জনের জামিন বাতিল করেছে হাইকোর্ট। সেইসঙ্গে বিচারিক আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রানা বেপারী ছাড়া অপর দুই আসামি হলেন, রানু বেগম ও তন্বী বেগম।

এ ছাড়া এই তিন আসামি, মামলার তদবিরকারকসহ পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন জালিয়াতির ঘটনা নজরে আসার পর সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এফএইচ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।