মাদক মামলায় ভুল আসামি আরমানকে কেন মুক্তি দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৯ জুলাই ২০১৯

মাদকের মামলায় ভুল আসামি হয়ে তিন বছর পাঁচ মাস ধরে কারাগারে থাকা মিরপুরের বেনারসি কারিগর আরমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, আরমানকে কেন মুক্তি দেয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি আরমানের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, কাশিমপুর কারাগারের সুপার, আইজিপি, পল্লবি থানার ওসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরমানের মা মোসাম্মৎ বানুর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্লব

এফএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।