গুলি নিয়ে শাহজালালে প্রবেশ, এলডিপি মহাসচিবের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০১ জুলাই ২০১৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে সাত রাউন্ড গুলি ও ম্যাগাজিন নিয়ে প্রবেশ করায় আটক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ পাঁচশ’ টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে বিমানবন্দরে রেদোয়ান আহমেদকে তল্লাশি করে তার কাছে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর তাকে প্রাথমিকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, বিমানবন্দরে বহির্গমন গেটে প্রবেশের সময়ই অস্ত্র-সংক্রান্ত ঘোষণা দিতে হয়। তবে তিনি কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন। এ কারণে তাকে আটক করা হয়।

এদিকে এলডিপি মহাসচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, ভুলে গুলি ও ম্যাগাজিন পকেটে থেকে গেছে।

জেএ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।