উবার চালক হত্যা : গ্রেফতার ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ৩০ জুন ২০১৯

রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুন) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঘটনার মূল রহস্য উদঘাটনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- আবিদ আল সিজান (২০), শরীফুল ইসলাম (১৮) ও সজীব (১৮)। শনিবার (২৯ জুন) হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে সজিবকে, সিজানকে রামপুরা এবং শরীফুল ইসলামকে উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়ক থেকে উবার চালক আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন।

জেএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।