বালি তোলা বন্ধ করতে না পারলে চাকরি ছাড়তে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৭ জুন ২০১৯

নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেছেন, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার যথেষ্ঠ ক্ষমতা জেলা প্রশাসকদের রয়েছে। এরপরও যদি পদক্ষেপ না নেন তাহলে তারা চাকরি ছেড়ে দিতে পারেন।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে এক মামলার শুনানিতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ২৩ জুনের মধ্যে হাইকোর্টকে জানাতে রাজশাহী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে রাজশাহীর আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এফএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।