ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি হতে পারে আজ


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করছে সরকার। আজ (সোমবার) আইন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

আইন মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, আইনমন্ত্রী এ বিষয়ে আজ সাংবাদিকদের ব্রিফ করবেন।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে একত্রিত করে পুনর্গঠন করা হচ্ছে। দুই ট্রাইব্যুনালের একটি নিষ্ক্রিয় করে অপরটি সচল রাখা হবে। তবে একটি নিষ্ক্রিয় করা হলেও ওই ট্রাইব্যুনাল বিলুপ্ত হচ্ছে না। বিচারাধীন মামলার সংখ্যা কম থাকায় আপাতত একটি ট্রাইব্যুনালেই বিচার কাজ চলবে। তবে তদন্তধীন মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অপর ট্রাইব্যুনালটিও সচল করা হবে।  

সূত্র জানায়, দুই ট্রাইব্যুনালের বিচারপতিদের কমপক্ষে চারজনকে সরিয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বিভাগে নেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে হাইকোর্ট থেকে একজন বিচারপতি এনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।