বার কাউন্সিল নির্বাচন : ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট আবারো গণনার জন্য হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রোববার হাইকোর্টে কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
এর আগে বৃহস্পতিবার আবরো ভোট গণনা করে ফলাফল ঘোষণার জন্য একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। তা না হলে এ ব্যাপারে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও জানানো হয়েছে নোটিশে।
নিয়ম অনুযায়ী বুধবারের বার কাউন্সিলের নির্বাচনের সব ফলাফল হিসেব করে গত বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী- কাউন্সিলের ১৪টি সদস্য পদের আওয়ামী সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) পেয়েছে ১১টি পদ। আর বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবার তিনটি পদ পেয়েছে।
এফএইচ/আরএস