৪০ টাকার ক্যান ১৬০ টাকা, ইন্টারকন্টিনেন্টালের জবাব চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৫ মে ২০১৯

দেশের অন্যতম পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকায় বিক্রি করা হয়- বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে ১২ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ভোক্তা অধিকার আইনে করা এক মামলার শুনানিতে রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এর আগে ৪০ টাকার স্প্রাইটের ক্যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে কীভাবে চরগুণ বেশি দামে (১৬০ টাকা) বিক্রি হচ্ছে- সেই বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একজন ভোক্তা একটি মামলা করেন।

ওই মামলার শুনানিতে হাইকোর্ট বলেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে।

এদিকে আদালতের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি হোটেল কর্তৃপক্ষের আইনজীবী (নাম প্রকাশে অনচ্ছিুক)। এরপর হাইকোর্ট হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে দাম বেশি রাখার বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।