বার কাউন্সিল নির্বাচন : ঘোষিত ফল বেআইনি
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ঘোষিত ফলাফলকে বেআইনি বলে পুনর্নির্বাচন দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) কয়েকজন আইনজীবী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।
এসময় সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন নির্বাচনের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস ১৯৭২ এর ১৫ (২) অনুচ্ছেদ অনুসারে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করার কথা। কিন্তু তা করা হয়নি। এছাড়া বেসরকারি ফলাফলে চারজন বিজয়ী হলেও বার কাউন্সিলের ফলাফলে তিনজনকে বিজয়ী করা হয়েছে। এখানে নয় ছয় হয়েছে।
প্রসঙ্গত, ২৬ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার ভোরে ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে সরকার সমর্থকরা ১১টি পদে বিজয়ী হয়েছেন। বাকি ৩টি পদে জিতেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
এফএইচ/এসকেডি/পিআর