ওয়াসার পানি নিয়ে টিআইবির প্রতিবেদনে হাইকোর্টের অসন্তোষ
ওয়াসার পানি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
ওয়াসার পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়া পরীক্ষার নির্দেশনা-সংক্রান্ত এক মামলার শুনানিতে আজ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তখন আদালত অসন্তোষ প্রকাশ করেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী এম ডি তানভীর আহমেদ।
সারাদেশে যে পানি পান করা হচ্ছে, তা দূষিত কিনা-তা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে হাইকোর্টে একটি প্রতিবেদনও দাখিল করা হয়েছে আজ। কমিটির সদস্য সংখ্যা হলেন চারজন।
বুধবার (১৭ এপ্রিল) টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, চাহিদা মতো ওয়াসার পানি পান না রাজধানীর অর্ধেক মানুষ। যারা পান তারাও অসন্তুষ্ট মান নিয়ে।
টিআইবির গবেষকরা বলছেন, প্রায় ৪৫ শতাংশ মানুষ চাহিদা অনুযায়ী ঢাকা ওয়াসার পানি পান না। যারা পান, তাদের মধ্যেও মান, মূল্য ও সরবরাহ নিয়ে অসন্তুষ্টি আছে রাজধানীবাসীর। পানির নিম্নমানের কারণে বিভিন্ন রোগের ঝুঁকির পাশাপাশি একে বিশুদ্ধ করতে বছরে প্রায় ৩৩২ কোটি টাকার গ্যাস পোড়াতে হচ্ছে বলেও জানিয়েছে টিআইবি।
এফএইচ/এসআর/পিআর