অডিটর নিয়োগ পরীক্ষায় স্থগিতাদেশ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ কম্পোট্রোলার ও অডিটর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে, পরীক্ষা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে কম্পোট্রোলার ও অডিটর জেনারেল, সহকারী অডিটর জেনারেল ও আইবিএ পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কাজী আখতার হোসাইন।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ  আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাজী আখতার হোসাইন।

আইনজীবী আখতার হোসাইন বলেন, রিটের শুনানি শেষে গত ২৬ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার কাযক্রম স্থগিত করেছেন। এবং ওই নিয়োগ পরীক্ষা কেন বাতিল হবে না সে মর্মে রুল জারি করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হওয়ায় পরেও সেই পরীক্ষা গ্রহণ করা হয়। ওই পরীক্ষা বাতিল ও ফলাফল স্থগিত চেয়ে পরীক্ষার্থী হযরত আলী ও সুবুধ বিশ্বাসের পক্ষে রিট আবেদন করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব ১৫ জনকে গ্রেফতার করে হাজারিবাগ থানায় পাঠায়।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।