মাউশির ডিজি ফাহিমার পদ নিয়ে হাইকোর্টের রুল


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের পদের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে কোন কর্তৃত্ব বলে তিনি তার পদে বহাল আছেন তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব ও ফাহিমা খাতুনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলকবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ৩০ আগস্ট রোববার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।

তিনি বলেন, ফাহিমা খাতুন সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। সেখানে তিনি প্রফেসর হিসেবে থাকলেও প্রফেসর হওয়ার জন্য সরকারি যে নিয়মনীতি অনুসরণ বা পরীক্ষায় অংশগ্রহণের কথা সেটা তিনি করেননি। তাই তিনি শিক্ষা ক্যাডারের এ সর্বোচ্চ পদে থাকতে পারেন না। আমরা আদালতকে একথা বলেছি। আদালত তা শুনে রুল জারি করেছেন।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বোন এবং মোক্তাদির আহমেদ এমপির স্ত্রী।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।