জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৬ মার্চ ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন এ আদেশ দেন।

এর আগে দুপুরে আশেক আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে আটক করে র‌্যাব-৩ এর একটি টিম।

জেএ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।