বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবীদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ এএম, ১৯ মার্চ ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরা।

সোমবার (১৮ মার্চ) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাড়াও প্রায় তিন শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সম্পাদক কাজী শামসুল হাসান শুভ, সদস্য মো. শামীম সরদার, আফিফা আফরোজ রানী ও চঞ্চল কুমার বিশ্বাস ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন- বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল, সিনিয়র আইনজীবী সাইফুদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ, সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক ড. মোহাম্মদ মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, জেসমিন সুলতানা, সালমা হাই টুনী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতিসহ ছয়জন নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে বিএনপি ও জামায়াত থেকে সম্পাদকসহ আটজন নির্বাজিত হয়েছেন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।