দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায় : গ্রেফতার দু’জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
শুক্রবার রাতে র‌্যাব-২ এর একটি দল আটক করে প্রতারকদের

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (রোববার) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক তাপস কুমার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিরা হলেন- আনিছুর রহমান ওরফে বাবুল (৩৬) এবং তার সহযোগী ও বিকাশ এজেন্ট মো. ইয়াসিন তালুকদার (২৩)।

জেএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।