মির্জা ফখরুলের জামিনের শুনানি ৩১ আগস্ট
উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়ানো সংক্রান্ত আপিল শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মির্জা ফখরুলের আবেদন শুনানি করে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। আাগমী ৩১ আগস্ট এই আবেদনের ওপর সুপ্রিমকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এর আগে ২৩ আগস্ট চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আরো আট সপ্তাহের জামিন আবেদন করেন তার আইনজীবীরা।
রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আইনজীবীরা। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এর আগে সুপ্রিমকোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান বিএনপির এই নেতা। গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবারো বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি জাতীয় প্র্রেসক্লাবের সামনে আটক হন ফখরুল ইসলাম আলমগীর। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তিনি।
এফএইচ/এসকেডি