ডাকসু নির্বাচন করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা রইল না।

এর ফলে, চলতি বছরের মার্চে ডাকসু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আইনগত কোনো বাধা নেই বলে জাগো নিউজকে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মসজিল মোরসেদ।

এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্ট ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন। এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়। রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বছরের ১ অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আইনজীবী মনজিল মোরসেদ আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে থাকায় ডাকসু নির্বাচন হলে বিশৃঙ্খলা হতে পারে এমন যুক্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আবেদনটি করে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে দেখা যায়, ২০১৯ সালের মার্চের মধ্যে তারা ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আদালত হাইকোর্টের রায়ে চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন।

এফএইচ/এআর/এমবিআর/জেএইচ/এমএস/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।