আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নিয়ম সংশোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ এএম, ২১ ডিসেম্বর ২০১৮

অ্যাডভোকেটশিপ পরীক্ষার নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এখন থেকে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় পাস করলেই পরপর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

বুধবার (১৯ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে বার কাউন্সিলের নির্ধারিত ডিগ্রি অর্জন সাপেক্ষে প্রত্যেক প্রার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করতে হবে। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় পরপর দুইবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।

তবে এমসিকিউ পরীক্ষায় পাস করতে না পারলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় পাস করলে প্রার্থীরা কেবল একবারই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।