জামায়াতের বিষয়ে আবেদন তিনদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের সকল প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে সোমবার নির্বাচন কমিশনে যে আবেদনটি করা হয়েছে সেটি তিনদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এ আবেদন করেন। বিষয়টা নির্বাচন কমিশনে নিষ্পত্তি না হলে গতকালই তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

বিজ্ঞাপন

ওই রিটের ওপর শুনানি করেই আজ তা তিনদিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর গতকাল জাগো নিউজকে বলেছিলেন, নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন- এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।

এফএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।