নির্বাচন করতে পারবেন গণফোরাম প্রার্থী ইকবাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণফোরামের প্রার্থী খন্দকার ইকবাল আহমেদের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের কোনো আদেশ দেননি আপিল বিভাগ। ফলে সংসদ নির্বাচনে অংশ নিতে তার বাধা কেটে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত আবেদনের শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ ‘নো অর্ডার’দেন। আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুর রহমান। তার সঙ্গে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন খন্দকার ইকবাল আহমেদ। রিটের শুনানি নিয়ে ১১ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন।

এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি), যা আপিল বিভাগের চেম্বার জজ আদালত হয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

এফএইচ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।