আফজালকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী আফজাল এইচ খানের মনোনয়ন গ্রহণ করে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফজাল এইচ খান নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আফজাল এইচ খান।

উল্লেখ্য, আফজাল এইচ খান গত সোমবার রাত পৌনে ৭টার দিকে দলীয় মনোনয়নের চিঠি নিয়ে আসেন। ওই সময় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দও শেষ। তাই তার চিঠি গ্রহণ করা হয়নি বলে জানান ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস।

এর আগে দলীয় মনোনয়ন পাওয়া ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপির আরেক প্রার্থী আলী আজগরের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। পরে আলী আজগর আপিল করেন। আপিল বিভাগ গতকাল স্থগিতাদেশ বহাল রাখায় আলী আজগরের প্রার্থিতা বাতিল হয়।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।