এনপিপির তারেকের মনোনয়নপত্র জমা নেয়ার নির্দেশ
কিশোরগঞ্জ-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী তারেক মোহাম্মদ শহিদুল ইসলামের মনোনয়নপত্র জমা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র জমা নিয়ে তা যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
বুধবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে তারেক মোহাম্মদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাজি উদ্দিন সরোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
অ্যাডভোকেট রাজি উদ্দিন সরোয়ার বলেন, গত ২৮ নভেম্বর কিশোরগঞ্জ-২ আসনে এনপিপি মনোনীত প্রার্থী তারেক মোহাম্মদ শহিদুল ইসলামের মনোনয়নপত্র জমা নেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।
এফএইচ/বিএ