ঋণ খেলাপে আটকে গেলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সী
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপ সংক্রান্ত চেম্বারজজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে ধানের শীষ প্রতীক নিয়ে মঞ্জুরুল আহসান নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আহসানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঋণখেলাপির ঘটনায় রুল জারি করেন। এই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি করে চেম্বারজজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন।
মঙ্গলবার নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চেম্বারজজ আদালতের সেই আদেশ বহাল রাখেন।
এফএইচ/বিএ