খালেদার মনোনয়ন বাতিল : আইনজীবীদের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন, কলো পতাকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন আইনজীবীরা।

একই সঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে শতাধিক আইনজীবী কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেন।

যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ইস্টিয়ারিং কমিটির সদস্য আইনজীবী আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, মনির হোসেন, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, ওয়াসিলুর রহমান বাবু, আরিফা জেসমিন নাহিন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, মির্জা আল মাহমুদ, কামাল হোসেন প্রমুখ।

এফএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।